প্রতিষ্ঠাতার বাণী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা,বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে অত্র বিদ্যালয়ের জন্য স্বল্প সময়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরী করতে পেরে আমি আল্লাহাতালার নিকট শ্তকরিয়া আদায় করছি।বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তি আমাদের হাতের নাগলে।দৈনন্দিন জীবনে লেনদেন হিসাব নিকাশ,লেখাপড়া,শিক্ষাদীক্ষ,আদান প্রদান, সকল প্রকার ব্যবস্থাপনা হউক প্রশাসনিক বা একাডেমিক সব কিছুই তথ্য ও প্রযুক্তির আত্ততাধীন।